
Mastercard Center for Inclusive Growth
Mastercard Center for Inclusive Growth এবং BSR HERproject তৈরি পোশাক শিল্পের কারখানা ও শ্রমিকদের ডিজিটাইজেশনের হার বৃদ্ধি করতে একসাথে কাজ করে যাচ্ছে। Mastercard Center for Inclusive Growth এবং HERproject, HERfinance প্রোগ্রামের মাধ্যমে একাধিক বাজারে আর্থিক শিক্ষার প্রসার ঘটিয়েছে। ফলশ্রুতিতে, আর্থিক পরিকল্পনা বিষয়ক বহুল প্রতিক্ষিত সংস্থানগুলো পরিচালক ও শ্রমিকদের, বিশেষত নারী শ্রমিকদের হাতে পৌঁছে দেয়া গেল।